সাতে পাঁচে আজ ক্ষুদিরাম নস্কর

ক্যাকটাসের জঙ্গলে
উল্টানো চামচের মতো মরুভূমি মন
যার দুই প্রান্তে দাঁড়িয়ে দুজন।
তুমি এক নিমিষে পেয়েগেছ মায়া মরুদ্দ্যান,
অজস্র শান্তির সু-নিবিড় ছায়া।
আর আমি ছুটে গেছি মরীচিকার পিছে–
জল হীন মাটি হীন রুক্ষ শুষ্ক
মনুষ্যবিহীন এক উত্তপ্ত উপত্যাকায়।
ক্যাকটাসের জঙ্গলে ক্লান্ত আহত প্রাণ।
পরপর পেয়ে গেছে বালি আর ঝড়—
যা আমার নাড়িয়ে দিয়েছে ভিত
ভেঙে দিয়েছে স্বপ্নের সৌজন্য।
বুঝিনি বিশ্বাসের নিঃশ্বাসে এত শত্রুর সমাগম,
বহু আগে বেড়ে গেছে মহা ব্যবধান।