কবিতায় বলরুমে কবি নীল

মন পিঞ্জর ছাড়বি যার তরে – নীল
ও মন পিঞ্জর ছাড়বি যার তরে,
সে কি ভালোবাসে তোরে?
যার জন্যে তুই বৈরাগী হলি,
ঘর ভুললি, অজানা দূরে পাড়ি দিলি।
ভালোবেসে তুই যে সব হারালি,
প্রেমে সবার কাছে পাগল হলি।
স্বপ্নে তার সাথে দেখা হোল,
তার জন্য মন অবুঝ হয় খালি।
জানা জগৎ আজ তোর ভালো লাগে না,
অজানা অমোঘ টানের জানা নেই কিনারা।
তবু নদীর বুকে নৌকা ভাসালি,
প্রিয়া মিলনের আশায় মাতলি।
একবারের তরে ভাবলি না সে কি তোরই,
পিছনে ঠিকানাটাও তুই ছাড়লি।
সে যদি তোকে বাহুতে জায়গা না দেয়,
কি হবে তোর মন? ফেরার পথটাও থাকবে না যে হায়।
মন বলে – তাকে ছাড়া যে আমি সম্পূর্ণ খালি,
হোক না তা চোরাবালি।
অতলে তলিয়ে যাব, জীবনটা দেব প্রেমে অঞ্জলি।
সে নাই বা বুঝল আমার অব্যক্ত বুলি,
মরনের পরেও তাকেই চেয়ে যাব খালি।
ও ভোলা মন তুই তো আমাকেও কাঁদালি,
এতো ভালোবাসা যার প্রতি সে যে নয় সাধারণ নারী।
যা মন, তোকে দিলাম পিঞ্জর খুলি,
চলে যা তুই তোর প্রিয়ার কাছে তুই যে শুধু তারই।।