প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব – ১২)

দৈনন্দিন – ১৩

“সুজাতাকে ভালবাসতাম আমি – এখনাে কি ভালােবাসি? সেটা অবসরে ভাববার কথা, অবসর তবু নেই; তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে।” – এই বলতে বলতে পার্থ এসে বসল মুরলির পাশে।
মুরলি বলল, “এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে সুজাতাকে আমি ভালােবাসি কিনা।” এ তাে “লােকেন বােসের জর্নাল।” তুমি তাে গান গাওয়া শুরু করেছিলে।
একগাল হেসে পার্থ বলল, এটা সিজিনাল।
– মানে?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।