T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় কাজল মণ্ডল

কবিতা কথা
বিকাল ফুরাতে ফুরাতেই ঝুপ্ করে অন্ধকার নামলো।সাঁঝ নেমেছে। কাজু অনেক দিন পর এ’রকম সাঁঝ দেখছে। আসলে প্রায় দীর্ঘ দশ বছর পর এই গাঁয়ে এসেছে। মামার বাড়ি বেড়াতে। অফিসে এখন দিন তিনেকের ছুটি আছে। অনেক দিন মামার বাড়ী আসা হয়নি। তাই আর কী।
বিকালে হাঁটতে হাঁটতে গাঁয়ের শেষ প্রান্তে চলে এসেছে। এখানে একটি নদী কূল কূল করে বয়ে চলেছে।তার ই পাড়ে ও বসেছে দু’দণ্ড।
আর বসে থাকতে থাকতে কখন ঝুপ্ করে সন্ধ্যা নেমে এলো।
এখন শরৎ। আর কিছু দিন পর পূজো। আলতো ঠান্ডার আমেজ প্রকৃতিতে। বিশেষ করে এই সন্ধ্যায়।এই নদীর তীরে।চারপাশটা চুপচাপ। ঝিঁ-ঝিঁ- একটা সুর কানে আসছে। আর অনেক দিন পর কাজুর মাথায় এসে কথা বলছে হারিয়ে যাওয়া কবিতারা।