কবিতায় কৌশিকী

একা এবং…
এবং
আমি তোর জন্য
বুনতে পারি শব্দ কিছু
এবং
আমি তোর জন্য
ছুটতে পারি ছায়ার পিছু
এবং
আজও তোর কাছেতে
অশেষ যত গল্প আছে
তার ইতিটা খু্ঁজতে যাব
এবং
কিছু সময় বাঁকে
লুকিয়ে থাকা প্রশ্ন গুলোর
জবাব নেবো
এবং
আমি তোর জন্য
স্বপ্ন কিছু করবো চুরি
এবং
আমি তোর জন্য
বয়স এটাকেও
ভুলতে পারি
এবং
আমি তোর জন্য
আজও ওড়াই
আকাশ ঘুড়ি
এবং
আমি তোর জন্য
নিঃশব্দ হতেই পারি
এবং
আমি তোর জন্য
শুধু শুধুই
স্বপ্ন কিছু হাতড়ে মরি
এবং,
আমি শুধু একাই
হারিয়ে যাওয়া
গল্প পড়ি॥