কবিতায় কৌস্তভ যোদ্দার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভেবে তো দেখতে পারো একটি বার
কোন এক চাঁদনী জোৎস্না রাতে,
বসে আছি শূন্য প্রান্তরেতে,
হাত রেখে হাতে..
ভেবে তো দেখতে পারো একটি বার
গঙ্গার তীরে,
দুজনে একে-অপরের ঠোঁটে চুম্বন এঁকে
ভালোবাসা খোঁজার মুহুর্তটুকু
ভেবে তো দেখতে পারো একটিবার
দিনের শেষে ক্লান্তি ভুলে
প্রিয় মানুষটার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানোটাকে, কিংবা
যার কাছে লজ্জা ঘৃণা ভয় কিছু লুকানো যাবে না এমন কাউকে
সারারাত কুয়াশায় ভিজে আনন্দ ,ক্ষোভ,অভিমানের পালা সেরে ভোরে কারো গায়ে ঢলে পড়লে সে বিরক্তি নয় বরং জায়গা করে দেবে ।
খুঁজে নিতে তো পারো এমন আমি কাউকে
ভেবে তো দেখতে পারো একটি বার
বাস্তবিক না হয় কল্পপূরীতে!