T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় কল্যাণ গঙ্গোপাধ্যায়

কিছু বোঝা যায়
কিছু কি বুঝতে পারো? না সবটাই
অনন্তের খেলা ভেবে, দিন কেটে যাবে!
খবর আসে প্রতিদিন, খসে দিনিলিপি
আমরা অপেক্ষা করি ঝড়ের দিনের
ছেঁড়া পাতা প্রতিদিন অজানা হাওয়ায়
ওড়ে! উড়ে যায় কোনখানে?
ইদানীং সহসা কিছু মনেও পড়ে না
চেনা মুখগুলি, শুধু আবছা মনে হয়!
এ এক দারুন বিস্ময়! সমাধান নেই?
মনের ভিতরে শুধু টান টান ভাব
এইবার শুরু হোক কিছু, পরক্ষণেই ভাবি
কাল দেখা যাবে, এইবেলা থাক
শুধু কালক্ষয়, মজা দেখে দুষ্ট লোকজন
তারা প্রতিদিন বাজারে বেরোয়, এবাজারে
সে বাজারে নিয়মিত শাকপাতা ছুঁয়ে ছেনে দেখে
কেনাকাটা যতটুকু হয়, বদলে বিক্রি করে বেশি।
তবে কি এভাবে চলবে? দুঃসময়ের কথা বলে
ঘরে বসে নিয়মিত নাম সংকীর্তন করে যাব?
ওদিকে গোপনে প্রতিদিন, সময় মাপেন যিনি
নৈবেদ্য সাজিয়ে কিন্তু অপেক্ষায় থাকেন!