পিসির জন্য হাজার নিয়ম।নিষেধ।এটা খাবে না,ওটা কোরো না এভাবে করোনাকাল এল।পিসির জন্য সবেতেই মিলিটারি শাসন।বিধবা মানুষ বলে কথা!বিন্তিপিসি কপালের দোষ ভেবে সব মেনে নিচ্ছে।
বাড়িতে পোলাও,কষামাংস,বিরিয়ানি,চিকেনরোল এমন অনেককিছু খাওয়া হয়।বিশাল তালিকা।কিছুরই স্বাদ পায় না বিন্তিপিসি।শুনেছে খাবারের গন্ধে আর দেখায় নাকি অর্ধভোজন হয়।কচু পোড়া।যদি তাই হত তবে সবকিছুর গোটাটাই তো খাওয়া হত!তা হয়েছে?হয়নি।ওসব কথা,ব্যাঙের মাথা।
বান্ধবীরা বলেছে,‘সব খাবি।বুঝলি?চেটেপুটে খাবি।এখন আর এসব কেউ মানে?’
বিন্তিপিসি খাওয়ার কথা ভেবেও বউদির ভয়ে সাহস পায়নি।দাদার বাড়ির আশ্রয় ছাড়া তার কোথাও যাবার নেই।বর মারা যেতেই ভাসুর সম্পত্তি হাতিয়ে তাড়িয়ে দিয়েছে।
এখন পাড়াবেড়ানোও বন্ধ।কোন এক নাক চ্যাপ্টাদের দেশ থেকে হতচ্ছাড়া,বদমাশ করোনা নামের একটা লম্পট এসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।মাস্ক চাপা দিয়ে বিশ্বসুদ্ধ লোকের নাক চ্যাপ্টা করে দেবার মতলব।বেরোলেই হ্যা হ্যা করে জাপটে ধরবে।নিয়ে তুলবে হাসপাতালের বাসরঘরে।তারপরই লাশ গায়েব।