কবিতায় কৌস্তুভ দে সরকার
আজ কাল
আজকাল চুমো কেউ খায়না
ঠোঁটের মদিরা মরে থাকে
লিপস্টিক উড়ে যায় কার্পণ্যের ডালে
অর্ধেক ভনিতা আর অর্ধেক কপাল নিয়ে
অদ্ভুত কঙ্কাল খালি নেচে যায় শান্ত মহিমায়
গাত্রহরিদ্রার চাষ আরক্তিম ভঙ্গিমায় ফুটে ওঠে
নীল নীল মাতব্বর রাতের সূত্র ধরে
দাঁতের বর্ণমালা ঢেউ শুধু দেখা যায়
ঠোঁটকে যতটা কামড়ালে রক্ত পরে
ততটুকু কাঠঠোকরা বুনোট হয় কৃত্রিমভাবে
সুতানুটি কেউ চায়না
গোবিন্দপুরের সাথে মিশে যাক
গোলাপটি আরো অধীনস্থ থাক
ভিজে যাওয়া রাতের ড্রেনের দিকে
সমস্ত সভ্যতার জল অত্যাশ্চর্য চলে যায়
আদিম কল্পনাপ্রসূত এই
অতিভোজ ক্রমশঃ মানুষ ভুলে যাবে।