|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় কৌস্তুভ দে সরকার

অভাবনীয়
সম্পর্ক চুলোয় গেছে
যাক
যাবার বৃন্দাবন খুলে প্রতিটি বাসই
মফঃস্বলি গন্তব্যের খাদে নামে
প্রথম প্রথম যারা এরোপ্লেন চড়ে
সেলফি তুলে ফেসবুকে দেয়
হোমোপ্যাথি দোকানের সেই আড্ডা চিরকাল থাকে
যেন চায়ের কাপের নীচে আংশিক ডুবে যাওয়া বিস্কুট
ওগুলো খায় না মাথায় দেয়
এরকম শব্দবন্ধ নানাকাজে ব্যবহৃত হয়
মেলার ভেতর থেকে নাচগান দেখে বাড়ি ফেরে
কেউ কেউ
ডানাকাটা পরী
আর অনুস্টুপের ছন্দগুলো কোমরবন্ধে নাচে।
অযোগ্য উপাধি তুলে যার যত আঙুলের রেওয়াজ
বিপরীত বাগানের দিকে থামে
সেরকম ভুল বানানের ক্ষয়
মাপা যায় প্রতিটি কাব্য-কবিতায়
তাকে চেনা বা বোঝার জন্য
জোলো জোলো গন্ধই সব নয়।