ভাঙন?— সে তো চলমানতারই বহুমাত্রিক নক্সা…
যে আহ্নিক পার করে করে বর্ষযাপিত তুমি–সৃষ্টির এক জীবন্ত দাবীদার…
সেই আহ্নিকও বহুখন্ডিত প্রহরে ও সংঘাতে,
তীব্র, জোরালো,ক্ষীণ,গাঢ়,
আলো- আঁধারের মিশ্রণে
ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছে অনন্ত অভিযানে…
অনেকান্তিক পৃথিবীর বুকে আচ্ছন্নতা বশে,
তুমি কোন্ বিভাজিত পরমানু করো অখণ্ড আবদার!
জীবন মানে তো খন্ড হওয়ারই খেলা
টুকরো টুকরো জুড়ে জুড়ে লেখা শেষ উপসংহার।
মূর্তের থেকে বিমূর্ত ছায়াপথে এক রোমাঞ্চকর সফর…
কুহকিনী আশা ত্যাগ করে হওয়া অবিরাম চলরাশি…
অন্বয় আর অনন্বয়ের ঘর্ষণজাত স্থলযান—
তুমি আর আমি, বিদগ্ধ এক দর্শন ছাড়া কিছু নয়–
পূর্ণচ্ছেদ অমোঘ যেহেতু, ভাঙনের পথে কেন ভয়?