• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস

মন ও বিষাদ

কীই বা হতো শরীর পেলে?
আদিম কিছু কামুক ঘাম !
শান্তি পেতি? সুখ কুড়াতি?
সিদ্ধ হতো মনস্কাম ?
তার চে ‘ তোকে কান্না দিলাম,
কাগজ কুচির দর্জি ঘর ;
সেই যেখানে মন ও হৃদয়
জড়িয়ে থাকে পরস্পর।
তোকে আমি বিষাদ দিলাম,
দু:খ দিলাম মন জুড়ে!
তবুও কেন বুক পাঁজরে,
আবার আসিস ঠিক ঘুরে !
এই যে আবার আসিস ফিরে
বিশুষ্ক দিন বন্ধ্যাতে !
কারণ তোকে মন দিয়েছি ,
কক্স বাজারের সন্ধ্যাতে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *