সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস
by
TechTouch Talk
·
Published
· Updated
স্মৃতি
তারপর আমি বিষাদপন্থী, নারী
যেদিন ভুলেছ নিবিড় অঙ্গীকার ।
একাকী দেখেছি পলাশ গোধূলি বেলা ,
ওপারে তোমার অতি ধীর পারাপার ।
তারপর থেকে তোমাকে খুঁজিনি আমি,
ঠিকানা না পেয়ে সব চিঠি এলো ফিরে।
এখনও তোমার কিশোরী নূপুর জোড়া ,
একা পড়ে থাকে কীর্তিনাশার তীরে ।
মিছে কেঁদে যায় আমাদের ছেলেবেলা ,
গতজন্মের হাত ছেড়ে দেওয়া মাস।
ফেলে আসা সেই বেথুন কলেজ মাঠে ,
গুঁড়ো হওয়া কিছু পলাতক আশ্বাস ।
ফাল্গুন এলে বাঁকুড়ার শালবনে ,
নদীও জাগায় মৈথুনকামী ঢেউ ।
তোমার -আমার সোনালী পেখমে রোদ,
আমরা ছাড়া যে কখনও দেখেনি কেউ ।