হৈচৈ ছড়া কাব্যয় কাজল দত্ত

টুসির পুসি
একটি শিশুতোষ ছড়া কাব্য
টুসির পুষি বেজায় খুশি
পাটুস পুটুস চায়,
সুযোগ পেলে ঢাকনা খুলে
মাছের দাগা খায়।
তিড়িং বিড়িং লাফায় পুষি
চলে হেলে দুলে,
মহানন্দে খেলে পুষি
খেলনা বল টি পেলে।
লাফিয়ে ঝাঁপিয়ে শিকার ধরে
ফড়িং টড়িং এলে,
হরেক রকম ভঙ্গি করে
শিকার ধরার ছলে।
ছুট্টে এসে টুসির পাশে
বসে টুসির কোলে।
লেজ নাড়িয়ে আদর খায়
হাত বুলিয়ে দিলে।
টুসির হাতে ফোনটা দেখে
মিঁয়াও মিঁয়াও করে,
ফোনের ভিতর বিড়াল দেখে
জোর সে থাবা মারে।
পুষির রাগ বাড়াতে টুসি
ফোনটা সামনে ধরে,
পুশির কান্ড দেখে টুসি
একলা হেসে মরে।