মা, খুউব খিদে পেইচে, ভাত টুন্চুক দে ক্যানে!
ভাত, ভাত কুথ্থা পাবো বুল?
সকাল হতেই একদল সর্বহারার দল, সভ্য সমাজে যারা ছিলো হা-ভাতের দল,
ভীড় জমাত লোকের বাড়ির দরজায় দরজায়, অলি তে গলিতে, কড়া নাড়াতো, চিৎকার করে ডেকে ফিরত,
মা ভাত দ্যবেন একটুক, ফ্যান দ্যবেন?
কোলে তাদের হাড় জিরজিরে, কঙ্কাল সার ছেলেমেয়ে!
আকুতি তাদের চোখে মুখে,
দ্যান না মা একটুক!
কতদিইন ভাত খাই নাই
গরম ভাতের গন্ধ! যেন অমৃত!
কেউ আগাম বরাত রেখে যেত,
মা, কাল আসপো, ফ্যান টুকুন ফ্যল্যাযেন না যিনো!
হাহাকার চারিদিকে! চাল নেই,
দোকানে-বাজারে!
সবাই বলল black out!
প্রথম শোনা শব্দ! ঠিক যেমন lock down!
মানুষ ছুটে চলেছে কাতারে কাতারে! পিছনে তাদের মিলিটারির দল! শুধুই বনেটের আঘাত আর বারুদের গন্ধ বাতাসে!জ্বলছে স্কূল-কলেজ!
কার্ফূ নামক কিছু একটা চারিদিকে!
যুদ্ধ লেগেছে! আকাশে শুধুই বোমারু উড়োজাহাজ এর দল বিকট আওয়াজে ছুটে বেড়াচ্ছে!
ধীরে ধীরে শান্ত হলো সব!
আবার শহর হলো কল্লোলীনী!
গাছে নতুন পাতা, পাখির কূজন!
একবিংশ শতাব্দী তে দাড়িয়ে আজ নতুন করে মনে পড়ে যাচ্ছে সেইসব দিনের কথা!
আবার ফিরবে নাতো সেই খিদে?