T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় কাকলি ভট্টাচার্য্য মৈত্র

স্মৃতির বারান্দায়
পূবালী হাওয়ায়,ভেসে আসে ফুলের, মিষ্টি গন্ধ,
মেঘলা আকাশ চিরে……..
সোনালী শান্ত রোদ্দুর উঁকি দেয়,
আমি দাঁড়িয়ে থাকি একা,পূবের বারান্দায়,
স্মৃতির হাত ধরে, মনের পাতায়।
ভোরের সকাল তোকে মনে করায়……
তোর উছলে পরা হাসি ,
মুখের উপর চুলের লুটোপুটি,
তোর আপন ভোলা মন, তুই ভীষণ আপন।
পেছন থেকে এসে, আমার চোখ ধরে…….
কে আমি বলতে পারো?
আমি তখন ব্যস্ত,
কলেজ যাওয়ার তাড়ায়,
তোর হাত দুটো সরিয়ে দিয়ে, হেসে বলতাম,
ফুরফুরি,পাগলী কোথাকার!
চেয়ারে বসে, পা দুলিয়ে, চলতো খানিক বকবকানি, সরল চোখের চাওয়ায় ,
এমনি করেই কাটছিল দিন
বইছিল প্রেম মন্দ-মধুর হাওয়ায়।
বয়সের…… অনেক ফারাক ছিল,
অনেক…. ছোট তুই,
তাই কি সেদিন চলে গেলি, ফিরে এলি কই!
যাওয়ার সময় কাছে এসে, মিষ্টি হেসে আসবো আবার…………. বলেছিলি ,
অনেক কথা বলার আছে………..
চলে যেতে যেতে কথাগুলো ছুঁড়ে দিয়েছিলি,
কথা রাখিস নি ফুরফুরি,হারিয়েগেছিস তুই।
অন্য জীবন , অন্য ভালোবাসায়,
তুই কি জানিস?
তোর জন্য আজও আমার বড্ডো কষ্ট হয়।
তোর ওই বকবকানি,মিষ্টি হাসি, সরল চোখের চাওয়া,
আজ আমার…….
স্মৃতির বারান্দায় বসে জীবন তরী বাওয়া।
আমায় কি ভুলেই গেছিস তোর নতুন বাসায়
আজও আমি বসে আছি, তোর অপেক্ষায়….