কবিতায় কালিদাস ভদ্র

গোপন প্রেমিক 

আমার গোপন সে কথামালা
তোমার কুমারী স্তনের গায়ে
হিজিবিজি দাগে লেখা
আজও নক্ষত্রের মতো জ্বলে

পূর্ণিমা চাঁদ হেসে
কুহেলি রাতের অন্ধকার মুছে
জ‍্যোৎস্নাবীজ ক্রমশই ছড়িয়ে দিয়েছিল
তোমার নিতম্ব,পায়ের আঙুলে

পাশে দাঁড়ানো কদমের পাতা বেয়ে
টুপটাপ পড়েছিল
কৃষ্ণের অজেয় বাঁশির সুর
শিরশির তোমার স্তন কেঁপেছিল প্রেমগাথায়

আমার গোপন প্রেমিক তুমি
প্রত্নবুকের অলিন্দে আজও
স্তনজ‍্যোৎস্নায় জীবনকণা সাজাও

চানঘরে আজও তোমার স্তন
বিষাদগাথা ভোলে নি
তুমিও ভাবো নি
বন্ধ সিটকানি খোলার কথা—

Spread the love

You may also like...

error: Content is protected !!