কবিতায় কালিদাস ভদ্র

মা
নগ্ন মা তুমি দাঁড়িয়ে এখন
মনিপুর থেকে হাঁটছো
সারা ভারত বর্ষ
তোমার পায়ের নিচে
ক্রধের আগ্নেয় গিরি নাচে
চোখে অপার ঘৃণা
উলঙ্গ বক্ষে রণপার প্রত্যয়
এ আমার গণতান্ত্রিক দেশ নয়
স্বৈরতন্ত্রের যেন জয়গানে
নারী পণ্যে মশগুল
এগিয়ে ভারতবর্ষ
নগ্ন মা মনিপুরের মা
স্বাধীনতার পঁচাত্তরে
আহা সবকো সাথ
সবকো বিকাশ…