T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

শুভমস্তু

পঞ্চাশ মানে শুধুই দুই অঙ্কের একটা সংখ্যা নয়৷ পঞ্চাশ মানে এক পা দু পা করে উপবন, বোন, পাহার, জলাশয়, নদী, মরুভূমি, জলপ্রপাত পেরিয়ে ক্রমশঃ এগোতে থাকা লক্ষ্যের কাছাকাছি৷ পঞ্চাশ মানে স্বপ্নগুলোকে জুড়তে জুড়তে ক্রমে একটা নকশী কাঁথার মাঠ হয়ে ওঠা৷ পঞ্চাশ মানে নতুন সম্পর্কে জড়ানো৷ পঞ্চাশ মানে পুরোনো সম্পর্কে ওম দেওয়া৷ পঞ্চাশ মানে সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করে নেওয়া৷ পঞ্চাশ মানে একটা বৃহৎ পরিবার৷ পঞ্চাশ মানে অগণিত লোকের আশা আকাঙ্খার কেন্দ্র হয়ে ওঠা৷ ভালোবাসার ঋদ্ধ হওয়া৷ পঞ্চাশ মানে ভরসা, সাফল্য, এগিয়ে যাওয়া৷
কত কাঁটা ফুটেছে৷ ঝরে উড়িয়ে নিয়ে গেছে ছাউনি৷ জলে ভেসে গেছে সহায় সম্বল৷ রসদ ফুরিয়েছে৷ তবু আত্মজনেদের অভাব হয়নি৷
ক্ষতস্থান ভেরেছে তাদের ভালোবাসার প্রলেপে৷ নতুন উদ্দাম নতুন উৎসাহে ফের বসত গড়া, সংসার সাজান৷ বেলোয়ারি ইচ্ছেদের আনাগোনা৷ স্বপ্নের বুদবুদ ঘিরে আলোর নাচানাচি৷ উৎসের মুখ থেকে পাথরটা সরে গেলেই তো নদী আবার বেগবতী হয়, ঝরনা আবার লাস্যময়ী হয়৷ গাছে গাছে তখন আবার ফুল ফল প্রজাপতি মধুপ৷ ক্রমে যেন গাছটা লতা পাতা শাখাপ্রশাখা ছড়িয়ে আরও নিবিড় হয়, আরও বৃহৎ হয়৷
যত সময় যায় সে মাথা ঝাকিয়ে ওপরে উঠতে থাকে আরো৷ কত নতুন পাখি বাসা বাঁধে৷ তার ছাড়ায় শ্রান্ত মানুষ বিশ্রাম নেয়৷ বন্ধনে আরও আবদ্ধ হয় চরাচর৷ সময় বিগত ধারাপাতে ঘটে যাওয়া শুভ অশুভের দায়ভার নিয়েই এগিয়ে চলে৷ এ চলনই একমাত্র সত্য অমোঘ৷ নিরন্তর এই যাত্রা, পথের কষ্ট, সংগ্রামের তীব্রতা একজনকে আরও দৃঢ় করে৷ আরও পরিশীলিত করে৷ আরও গভীর করে৷ বোধের অতলে সে ক্রমে পরিণত হতে থাকে৷ তার পরিবার পরিজনের সাথে আরও নিবিড় বন্ধনে আবদ্ধ হয়৷
চারাগাছ থেকে ধীরে ধীরে মহীরূহ, বটবৃক্ষ৷ ঝুলে পড়া ঝুরি ধরে ফিঙে, দোয়েল দোল খায়৷ চন্দনের গন্ধে ক্রমশঃ আবেশ বিহ্বল পঞ্চাশের ঘাট, বড় রাস্তা, এঁদোগলি, নাটমন্দির৷ আজ উৎসব পৌষের বনে৷ পাতা ঝরার গানে৷ মন্দিরের ঘন্টায়, উপোষী চাঁদে৷ তোমার পঞ্চাশ, কস্তুরীর ঘ্রাণ নিয়ে আসুক৷ পঞ্চাশের পৌঢ়ত্বে এসে আবার তুমি দ্বিতীয় শৈশবের টলমলে পায়ে নতুন করে যাত্রা শুরু করো৷ তোমার আপনজনেরা মঙ্গল শঙ্খ হাতে সাজ বাতির আলো জ্বেলে অপেক্ষা করছে রাস্তার দুই ধারে, তোমাকে নতুন করে বরণের করে নিতে৷
শুভমস্তু    শুভমস্তু   শুভমস্তু
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।