প্রতিদিন ছুঁয়ে ছুঁয়ে যায় সূর্যের তাপে ভেজা রোদ
পাড়া পড়শির ঘরে অথবা অযথা ঘুরে আসে বে পাড়ায়
আমার ঘরে সে বিলিয়ে গিয়েছিল ঝিলমিল, শুধু এক দিন
ধুয়ে দিয়ে সমস্ত মায়া মায়া ছায়া ভরা নিতান্ত আমার অন্ধকার
সেই আলোতে লেখা ছিল সমুদ্রের বিশালতা
কেন আমি কূপমণ্ডুক আর তুমি কেন
জমিয়ে রাখো ঝরা তারাদের তোমার আঁচলে
বিড়ালের থেকে চুরি করে আনি রাত জ্বলা চোখ
সাথে আসে ঘাস ,কাস্তে আর ধানের খবর
তারা সব উদার নিখাদ বড় ভদ্রজন
মাটি মাখা পথে আমাকে টেনে নিয়ে চলে
ভুলে যাই আমার আজন্ম শেখা অক্ষর