মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ৯৭
বিষয় – আধুনিক

সংস্কৃতি না অপসংস্কৃতি

আধুনিকতার জোয়ারে সকল কিছুই ন্যায্য
সংস্কৃতি না অপসংস্কৃতি সেটাই এখন বিচার্য।

যুগের সাথে মিলিয়ে পা চলো তালে তালে
নইলে ব্যাক ডেটেট, বড্ড পুরনো, সেকেলে।

যৌথ পরিবারের সমস্যা সে যে রন্ধে রন্ধে
ভাঙতে ভাঙতে থমকে দাঁড়ায় ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রে।

আজ বনেদি বাড়ির রূপ বদলায়
ঝা চকচকে ফ্ল্যাট বাড়িটায়।

মা বাবা ডাকে আছে পুরনো সোঁদা গন্ধ
মম ড্যাড ডাকে পায় বেশি স্বাচ্ছন্দ।

বাংলা ভাষা বড্ড গেঁয়ো কেউ বলে না কথা
ইংরেজিতেই সরোগরো ব্যাকরণটা বৃথা।

ছেঁড়া ফাটা তালি প্যান্ট আজ অসামান্য
টি শার্ট সে যেন ব্লাউজ বলেই গণ্য।

জিন্স টপেতে জীবন ভীষণ সচল
শাড়ি সালোয়ার এখন বড্ড অচল।

শৃঙ্খলতায় আটকে রাখে শাঁখা সিঁদুর পলা
এসব নাকি লোক দেখানো, বলে বিবর্তনের খেলা।

দ্রুতগতির জীবনযাত্রায় লিভ টুগেদার ভরসা যোগায়
বিবাহ নামক শব্দ এখন পুরোপুরি বাদের খাতায়।

আধুনিকতার স্বাধীন শর্তে সমাজ ভীষণ মত্ত
বুঝবে কবে এই দুনিয়া অপসংস্কৃতির অর্থ?

Spread the love

You may also like...

error: Content is protected !!