মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১১৯
বিষয় – মানসী
মানসী
তুমি ভোরের স্নিগ্ধ আলো
তোমার স্পর্শে কাটে বিষন্নতার আঁধার
আর আছে যত কালো।
তোমার হাসিতে ছড়িয়ে পড়ে মণিমুক্তো
তাতেই ভেঙে পড়ে পাহাড় সমান
যন্ত্রণা আর কষ্ট।
এক পলকের দেখায় মনে ভরে খুশি
অসুখ যতই থাকুক রাশি রাশি।
তোমার কথায় ফোটে ফুল ঝুড়ি
তাই মজা লোটে সবাই ঝুড়ি ঝুড়ি।
তুমি নাকি মেঘ বালিকা
মেঘেদের সাথেই যত খুনসুটি আর আড্ডা।
তোমার কুঞ্চিত কেশগুচ্ছ
ঠিক যেন ময়ূরপুচ্ছ।
তোমার উজ্জ্বল রূপের ছটা
জগতে ছড়ালো আলোর ঘনঘটা।
তোমার মায়ায় ভরা চোখ
রচনা করেছে স্বপ্নের জগত।
পূর্ণতা পাক স্বপ্নে ভরা জীবন
সুখের স্মৃতিতে ভরুক মন।
স্নেহ মায়া-মমতা আর ভালোবাসায়
পূর্ণ হোক তোমার বৃহৎ হৃদয়।