ক্যাফে কাব্যে জীবন সরখেল

বিপণন
সম্পৃক্ত একটি সকালের চাহিদায়
মানুষের ঘাম ,রক্ত ও স্বপ্নের বিপণন চলে রোজ–
মাঠে, ময়দানে ও কলকারখানায়
অন্ধগলির আনাচে কানাচে।
নিজেকেও বন্ধক দেওয়া
অতৃপ্ত ফেরিওয়ালার আত্মা
বিপণনের সূত্র এতটুকুও বুঝতে পারেনা ‘মৃত্যুভর’।
এদিকে সুবিধাবাদের সাথে জাতিসত্তার সহজ মিশেলে বিপণন কারো কারো হাতে বা
আন্তর্জাতিক হয়ে ওঠে!