কবিতায় জ্যোতির্ময়ী সওদাগর
তুই
বই এর প্রতিটা পাতার নায়ক যখন তুই
প্রতিটা মুখ,
শুধু তোর সুখ
দেয়-
তখনও তোর মন অনেকের দিকে ধায়,
ভাবি ধমক দিয়ে ফেরাই
কিন্তু আমায়,
মুখোশ পরে ভালোবাসা দেখাস ষোলো আনাই,
তবুও অজানা রহস্যে নয়,
তোর চোখে মায়াময়
এই পৃথিবীর ভালোবাসা ভালো লাগে,
লোমকূপ বাঁচে তোরই আহ্লাদে।