দিব্যি কাব্যিতে মধুমিতা রায় মন্ডল

দত্তা

ফ্রি ফ্রি ফ্রি…. হরেকমাল এখানে ফ্রি , আস্ত এক দানছত্র !
কন্যা লগ্নে জন্ম তোমার!
সেটাই কি যথেষ্ট নয়….
মোমের মতো অস্বস্তিটাকে
গলন্ত লাভার সমান্তরালে তিলে তিলে মাপতে ।

আশৈশব জন্মের শিকড় উপড়ে , এক হেচকা টানে দানের যূপকাষ্ঠে বলি প্রদান তোমার সামাজিক দায়।
সালঙ্কারা ললাটে সিঁন্দুর দাগের শৃঙ্গারে প্রস্তুত বলির তিলক ।রক্তক্ষরণে সিক্ত ছিন্নমূল অলক্ষ্যে…
উল্লাসের কাঁসর ঘন্টা বাজে আত্মজনের চোখে মুখে ।
কন‍্যা তুমি দত্তা….
এখানে দাতা আর গ্রহীতার দরকষাকষি ,তুমি নিমিত্তে পড়ে একা।

আজ কিছুটা দানের হিসাব কষি ।
স্বেচ্ছায় অথবা অধিকারের গাঁটছড়ায় নিয়মের বাঁধাছকে দেহদান ,
মনের খবর ,তা থাক ।

এর ফরমাশ ..ওর ফাই…
হাঁড়িচাচা পোড়া ছাই ,
স্বপ্নজালের এই অধিবাস….নগদ মূল্যে কেনা এক প্রচন্ড মিথ্যে।

গর্ভদানে গরবিনীর প্রসব মৃত্যু সজ্জায় !
সুধারসে রক্তের রঙ ,সত্ত্বার সবটুকু দিয়ে …সেও বাছা তোমার বংশজাত নয় !
বংশের ধারকে অধিকারীর নাম লেখা অন‍্য খাতায়।

রাস্তা-ঘাটে কর্মশালায় , দিন-দুপুরে নিশীথ বেলায়
তোমায় নিয়ে রঙিন মেজাজ
রঙ্গ মধুশালা
কন্যা তুমি ফ্রীতে বিকোও ,দত্তা বিধাতার ।
সেবা ধর্ম , সেবা কর্ম , আত্ম বিসর্জন
ধিকি ধিকি তুসের আঁচে বিগোলিত তুমি জ্বলন্ত দহন ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।