T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় জীবন সরখেল

অসময়
রোজ লাখো স্বপ্ন-আশা-আকাঙ্খার অপমৃত্যু ঘটে এই কঠিন-কর্কশ-পাথুরে মাটিতে….
হামাগুড়ি দিতে থাকা সরীসৃপেরা পর্যন্ত আজ ঘৃণাভরে এড়াতে চায় যত মেরুদন্ডহীন মানুষের সংস্পর্শ…..
বড় বড় কয়েকটা রাজপথ সুদৃশ্য বাড়ি আর সৌধ নিয়ে গড়ে ওঠা সব উন্নাসিকতার শহরে বাস করে বিরাট সংখ্যক সংকীর্ণ-মনা অসংবেদনশীল -অসামাজিক-অনর্হ এক সুবিধাভোগী বহুচারী দু-পেয়ে শ্রেণী!
তাই কদর্য অন্ধকার রোজ গাঢ় থেকে গাঢ়তর হয় এখানে……..
অদ্ভুত গণতান্ত্রিক কাঠামোয় ক্ষমতা দখল আর কেবল ক্ষমতা ধরে রাখার যুপকাষ্ঠে রোজ বলি দেওয়া হয় মানুষের লাখো অভাব- অভিযোগ -দাবী -দাওয়া আর ন্যায্য অধিকার…….
অপকর্ষতার ঘৃণা নানা নজির রোজ যেন একে অপরকে ছাপিয়ে যেতে চায়….
অপরাধের মুক্তাঞ্চলে কবে কার ডানা যে কীভাবে খসে পড়ে তা কে জানে?
তবে পচা গলিত আবর্জনার আস্তাকুঁড় ভেদ করেও একদিন ঠিক গজিয়ে ওঠে অপ্রতিরোধ্য বনস্পতি ….
তাই আমরাও মনে প্রাণে আজ অপেক্ষা করি সেই পরম কাঙ্ক্ষিত-অভিপ্রেত বিশেষ একটি দিনের………