T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় জীবন সরখেল

আত্মমোক্ষণ

ভাবতে ভাবতে আজকাল সমস্ত খেই হারিয়ে ফেলি বারেবারে;
আত্মবিস্মৃতির এবড়ো খেবড়ো দেওয়াল বেয়ে তখন মাকড়সা হয়ে যায়!
রাজা রবার্ট ব্রুসের বন্দীদশা অতিক্রমের মন্ত্রটাকে সেই অবসরে ছুঁয়ে দেখি ।
চপলতা-সাম্য -সৌম্যভাব স্থিতি গতির সূত্র বেয়ে ওঠানামা করে।
অজন্তা,ইলোরা ও ভীমবেটকার প্রাচীনত্বকে খুব সহজেই তাই গায়ে মেখে নিতে পারি;
মানুষের নৃতাত্ত্বিক পরিচয়ের ক্লাসে ভীষণ রকম বোকা সাজারও কষ্টচেষ্টা চলে !
কিন্তু বিদ্রোহী মন পৃথিবী জুড়ে বৃহত্তর একটি সেরোলজিক্যাল পরীক্ষার জন্য যেন উদগ্রীব হয়ে ওঠে।
আরোপিত ও আপেক্ষিক সত্য দেশ-কালের গুরুত্বে ভাসে ও ডোবে!
পাহাড়-ঝর্না-নদী-সমুদ্রের চিরন্তন সম্পর্ক সমীকরণে
কবিতারা নানা মণি মুক্তো বুকে নিয়ে কখনো সমন্বিত মহাদেশ বা মহাসাগর হয়ে ওঠে!
সূক্ষ্ম অন্তর্দৃষ্টিরেখায় দেশ, মহাদেশ ও পৃথিবীর সব ভেদ মুহূর্তেই একটি সমবিন্দুতে যেন মিলিয়ে যায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।