ভাষাসত্ত্বা
ভাষাসত্ত্বা বহুস্বরের নিষ্কর্ষ হয়ে জাতিসত্তার চেতনাকে যখন স্পর্শ করে প্রভুত্বকামী বিস্তারবাদীদের ভিত কিন্তু তখন নড়তে থাকে……
বহুচর্চিত একুশে ফেব্রুয়ারি হোক বা ভয়ঙ্কর রক্তাক্ত ঊনিশে মে;উপেক্ষিত সতেরোই আগস্ট বা ১৯৮৬-র একুশে জুলাই; চরম ত্যাগ-তিতিক্ষার রেখাপথে তাই ‘ইতিহাস’ও কিন্তু বিনম্র শ্রদ্ধায় মাথা নত করতে বাধ্য হয়!
লক্ষ লক্ষ মানুষ ধন-প্রাণ-মানকে হেলায় তুচ্ছ করে ভাষাসত্ত্বার নাড়ির টানেই আবর্তিত ও বিবর্তিত হতে জানেন দিন-রাত-মাস-বছর।
সামূহিক অস্তিত্ত্বের চিরন্তন ভাষা আবেদন রক্ষায় তাই চরম আত্মাহুতি দিতে পারেন
একসাথে এগারোটিরও বেশি তরতাজা প্রাণ !
ভাষা শহীদ শ্রদ্ধেয় হিতেশ বিশ্বাস থেকে কমলিকা ভট্যাচার্যের পবিত্র মুক্ত আত্মারা কেবল ঊনিশে মে’র ঐতিহাসিক বাংলা ভাষা শহীদ দিবসেই নয় আপামর বাঙালির আত্মবিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া আটকাতে তাঁরা বারেবারে এই বাংলাতেই ফিরে আসুন।