ক্যাফে কাব্যে জীবন সরখেল

পহেলা বৈশাখ

পুরোনো খোলনলচে যতটা পারে এবার তা বদলাক
এই আশাতেই তোমায় ডাকি হে’ পহেলা বৈশাখ ‘।
কেবল একদিনের তরে নয় বাঙালিয়ানা;তা চিরকালই বজায় থাক
তবেই হবে সার্থক পহেলা বৈশাখ।
ভাইয়ে ভাইয়ে সুসম্পর্ক অটুট থাক
তুমি এসো সুখবর নিয়ে পহেলা বৈশাখ।
একঘেঁয়েমির যত সুর একেবারে দূরে যাক
তুমিই তো নির্ভরতা আমাদের পহেলা বৈশাখ।
কেবল দিনযাপনের গ্লানি মুছে যাক
তাই তো তোমাকেই চাই পহেলা বৈশাখ।
দিনবদলের জন্যই তোমায় দিই এত হাঁকডাক
সবার প্রিয় তুমি হে ‘পহেলা বৈশাখ ‘।
যা কিছু সদর্থক তা আমাদের জীবনে বৃদ্ধি পাক
তাই আমরা করবো পালন পহেলা বৈশাখ।
কেবল মিথ্যা হুজুগের ফাঁদে পড়ে করবো না কোনো পরিতাপ
সেজন্যই করবো পালন পহেলা বৈশাখ।
যত ভেদাভেদ আর বৈষম্য নিপাত যাক
এই সুখস্বপ্নকে নিয়ে করি পালন পহেলা বৈশাখ।
মানবতার জয়গানে মুখরিত হোক পৃথিবী; এই শুভচিন্তা বৃদ্ধি পাক —
এভাবেই পাবে নবজন্ম প্রাণপ্রিয় পহেলা বৈশাখ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।