কবিতায় জাফর রেজা

অজানা উত্তর
সারাদিন টই টই করে
পাড়া বেড়ানো মেয়েটির
চঞ্চলতা দেখে, কখন যে
আমার মনও চঞ্চল হয়েছিল
বুঝিনি;
ডালে বসে পেয়ারা খাওয়া
পুকুরে ঝাপ দিয়ে জলে
ঢেউ তোলা মেয়েটির
হঠাৎ নিরব হয়ে যাওয়া;
ভীষণ জানতে ইচ্ছে হলো
দ্বিধা সংকোচ ঝেড়ে
জানতে চেয়েও উত্তর পাইনি,
শুধু সজল চোখে তাকিয়ে ছিলো,
আজ যখন সে বঁধু হয়ে চলে গেলো
মলিন আঁখি দুটোতে ছিলো নীরব কান্না,
তার চোখে জল কেনো
সেই প্রশ্নের উত্তর আজও অজানা।