কবিতায় জয়ন্ত পাল

রাত্রি স্নান
শব্দের নদী বয়ে যায়
আমার হৃদয়ের কানায় কানায়
এসো ব্রাহ্ম মুহূর্তে
ডুবদি নদীতে
সুখে করি অবগাহন
রাত্রি ঘনায়
শব্দরা খেলা করে
মেতে ওঠে আদিম ক্রীড়ায়
এসো দুজনে মিলে
করি রাত্রি স্নান
তারপর
স্নান সারা হলে
খুলে ফেলি ধড়াচূড়া
আদরে চুম্বনে সোহাগে
জন্ম নিক আদিম রূপকথা
পুনরায়
আগামীর প্রভাতে
হাত রেখে হাতে
পূষা থেকে ঊষার আলোয়
ব্যস্ত হোক দিবসের হোরিখেলা।