কবিতায় জয়ন্ত পাল

আরেফা তোমার জন্য

আরেফা তোমার জন্য –

ছেঁড়া টুকরো টুকরো কাগজ
ফুস মন্ত্ররে করে দিতে পারি
একগুচ্ছ তাজা রক্ত গোলাপ।

আরেফা তোমার জন্য –

যুদ্ধবাজদের রক্ত চক্ষু উপেক্ষা করে
সারা আকাশ জুড়ে
উড়তে থাকে উজ্জ্বল এক ঝাঁক
সাদা পায়রা।

আরেফা তোমারই জন্য –

তথাগত বুদ্ধর
নিরন্ন তপস্যা ভেঙে
সুজাতার হাতের পায়েসে
উত্তরণ ঘটেছিল বোধিসত্তে।

আরেফা তোমার জন্যই –

চন্ডাশোক থেকে ধর্মাশোকের
দীর্ঘ পদযাত্রা।

আরেফা তোমারই জন্য –

এখনো ভালোবাসার মহা মিছিল
বুক কাঁপায় মহানগরীর রাজপথ।

আরেফা তোমার জন্যই –

দুই যুযুধান যুদ্ধবাজ
বুলেটের বদলে
বিনিময় করে
ভালোবাসার কবিতা।

আরেফা তোমারই জন্য
শুধু তোমার জন্যই

প্রতিটি দিন
ভালোবাসার দিন।

প্রতিটি রাতে জন্ম নেয়
অফুরন্ত ভালোবাসা।

Spread the love

You may also like...

error: Content is protected !!