কবিতায় জয়ন্ত পাল

আরেফা তোমার জন্য
আরেফা তোমার জন্য –
ছেঁড়া টুকরো টুকরো কাগজ
ফুস মন্ত্ররে করে দিতে পারি
একগুচ্ছ তাজা রক্ত গোলাপ।
আরেফা তোমার জন্য –
যুদ্ধবাজদের রক্ত চক্ষু উপেক্ষা করে
সারা আকাশ জুড়ে
উড়তে থাকে উজ্জ্বল এক ঝাঁক
সাদা পায়রা।
আরেফা তোমারই জন্য –
তথাগত বুদ্ধর
নিরন্ন তপস্যা ভেঙে
সুজাতার হাতের পায়েসে
উত্তরণ ঘটেছিল বোধিসত্তে।
আরেফা তোমার জন্যই –
চন্ডাশোক থেকে ধর্মাশোকের
দীর্ঘ পদযাত্রা।
আরেফা তোমারই জন্য –
এখনো ভালোবাসার মহা মিছিল
বুক কাঁপায় মহানগরীর রাজপথ।
আরেফা তোমার জন্যই –
দুই যুযুধান যুদ্ধবাজ
বুলেটের বদলে
বিনিময় করে
ভালোবাসার কবিতা।
আরেফা তোমারই জন্য
শুধু তোমার জন্যই
প্রতিটি দিন
ভালোবাসার দিন।
প্রতিটি রাতে জন্ম নেয়
অফুরন্ত ভালোবাসা।