প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

কবিতাকুষ্ঠি
আমার কলমে কালি ভরা থাকে তোমার কলমে তেল
তেলতেলে সব কবিতা বেরোয় তোমার কলম থেকে
কালি দিয়ে লেখা শব্দগুলো বুলেটের মতো ওড়ে
তেলে ঝরঝর শব্দগুলোকে কাকেও খায় না ঘিনে,
তুমি তো বানাও শব্দের পিঠা স্বৈরাচারের ভোগে
আমি বুনে চলি বিষভরা তীর শব্দধনুকে পুরে।
আমার বিয়োনো শব্দরা ছোটে সিংহের গতি জিনে
তুমি যা বিয়োও সব খায় ওই রক্তখেকোর পাল
ওরা খেয়ে হাসে তুমি দিয়ে হাসো উজবুকায়ন চালে
আমার শব্দ দেখলেই ভাগে ওরা যে ভীরুর গুরু,
তোমার বিয়োনো শব্দশকুন উড়তে গেলেই মরে
আমার শব্দ সিংহশাবক হারতে শিখেনি মোটে।