সাতে পাঁচে কবিতায় ঝুমা মজুমদার চৌধুরী

সরপুঁটিয়া মৌরালা
এমন যদি হয়, চায়ের কাপ ফুলের টব, ঘরের কোণে ঝুল গুলোতে, সর্ষে ঝাঁঝ পাতুরিতে, সূর্য
ওঠা আলত ডাকে কোথাও আমি নেই, রোদের আদর জাফরি লতায়, সোনাঝুরি আদিমতায়
নেই নেই, কোত্থাও সে নেই, খুঁজবি তুই আমায় !
জানিসই তো ধ্রুপদী তান আসে না ঠিক
সহজ সুরে গাই, সে সুরে না হয় সুর মেলাস
থাক না এখন ফসল তোলা, নদীর বুক জলের ঘর
বোস না খানিক চুপটি করে, হোক না চলা সরল আরও,
ফুল পাখি মাঠ চাঁদের আলো,
আয় না আবার পূবে ফিরি,
মাটির গন্ধ বাউল মেয়ে
নিরাভরণ বাসে ভালো
আউশ ক্ষেত শিশির ফোঁটা, তালসারি তে সূর্যি ডোবা
জটিল বাকল খসলে দেখিস বাজবে ঠিক দোতারাটা
চল না তবে আবার হই মিষ্টি জলের
সরপুঁটিয়া মৌরালা!