ক্যাফে কাব্যে যুবরাজ মাল

কিছু অভিমান
ছেড়ে যাওয়া টা খুব কঠিন কাজ নয়, শক্ত হৃদয়ের মানুষেরাই রেখে দিতে পারে।
ভুল ত্রুটি সব গোছানই থাকুক, তোকে যেন কেউ না ছাড়ে এমন নির্বিচারে।
বিচার আচার সব গোছানই থাকুক, হিসেব খাতা ভুলে ভরেছে আমার।
আমি তো আর নিঃস্ব কবি নই, হেরে গিয়ে ইচ্ছা নেই কোনও থামার।
থামাতে হয়তো তুই পারতিস বটে, থেমে যাবেও একদিন সব, তুই দেখেনিস।
আজকে যদি ইগো ভুল তিস তবে, কল দিনটা আরও বেশি বন্ধুত্বের ছিল,আরও ছিল কতো আর্বিশ।
দিন গুলো সব এমনি করেই যাবে, তুই ও যাবি আমার না হয়ে চলে।
একটু যদি রাগ কমে তবে পারলে ফিরিস। বলিস, সব ভুলেছি মান অভিমান, ইগো হেরেছে ক্ষমার আন্দোলনে।
ভুলে গেলে বরং আবার আসিস ফিরে, যদি তোর মন চায় বটে কখনও।
আমি ওসব মান করিনা আবার, রাগ নেই কোনও তোর ওপর, ভুলটা ছিল আমারই। আসিস ফিরে আপন করবো তখনও।
তখন আবার প্রেমিকা হোসনা যেন, বন্ধুত্ব চেয়েছি তোর কাছে আমি।
প্রেমিকা হলে ছেড়ে যাওয়া যায়, বন্ধুত্বে জড়িয়ে পড়াই বহু মূল্যে দামি।
তবে থাক আজ এইটুকু। একটু শক্ত হতে শেখ সবকিছু মানিয়ে নিয়ে। আপন ভেবে তবে।
না হলে তুই থাকবি, থাকবো আমি, থাকবে কিছু মান অভিমান, মাঝে পড়ে কেবল দূরত্ব বেড়ে ছিঁড়ে যাবে মনের সুক্ষ সুতো থাকতে থাকতে এই ভবে।
সুক্ষ সুতোয় ভালোবাসা জড়িয়ে থাকে জানিস, রং দিয়ে ও অনেক সম্পর্ক হয়।
তোর চলে যাওয়াই যে নুটিতে টান পড়লো আমার, সেখানেই আমার বন্ধুত্বের নৈতিক জয়।