কবিতায় বলরুমে ঝুমা মল্লিক

ভালোবাসার গন্ধ

রুদ্র , তুমি ভালো আছো,এগিয়ে গেছো অন্য পথে ।
আমিও ভালো আছি ,আগের মতোই তোমায় নিয়ে বাঁচি।
তোমার কথা মনে পড়ে,আরো মনে পড়ে, শেষের কবিতা ।

আজ যখন তোমার কথা মনে পড়ে ,
শরীরের চারিধারে ভালোবাসার গন্ধ ছড়িয়ে যায়,মায়াবী চোখ তোমাকে ছুঁতে চায় ।ভালোবাসা দিতে চায় ।
কিন্তু তুমি কোথায় ,কতদূরে ?

আমি জানি রুদ্র
তোমার মনে, নতুন প্রজাপতি এসেছে
বাসা বেঁধেছে,তোমাকে ভালোবেসেছে ।
তুমিও তাকেই ভালোবাসো ।

আমি কিন্তু ,তোমাকেই ভালোবাসি।
আগের থেকে অনেক বেশি,ভালোবাসি
তোমার দেওয়া সব অবহেলা ,অপমান
প্রবঞ্চনা, বিদ্রুপ ভুলে যাই,
আমার এসব কিছুই মনে নেই ।

আমি তোমাকে ভালোবাসি রুদ্র ।
চোখের কোণে তোমাকেই আগলে রাখি
ভালোবাসায় তোমাকে জড়িয়ে ধরি।
ভালোবাসার গন্ধ অনুভব করি ।

তুমি ,আমার কোনদিন ছিলে না ।
আমিতো ,তোমার খুব কাছেই ,
খুব কাছে ভালোবাসার গন্ধ
আমার মন্দ লাগেনা বিরহের গান ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।