কবিতায় বলরুমে ঝুমা মল্লিক

ভালোবাসা

ভালোবাসা ছাড়া আর আছে কি?
বসন্ত এলে এলোমেলো ভুলগুলো পরতে পরতে ঢেকে রেখেছি
নতুন করে বেঁচে উঠেছি,ঘরের মধ্যে ঘর খুঁজেছি,না পাওয়া গুলো কবেই ভুলেছি,ভুলতে ভুলতে আবারো সেই ঘরেই ফিরেছি।
এ কথা সহজেই বুঝেছি,নিজেকে উজাড় করে দিলেই ভালোবাসা হয়,হয়তো এভাবেই ভালোবাসার জয়।

ভালোবাসা ছাড়া আর আছে কি?
তাইতো বসন্ত ভোরে দেখেছি,ফুলগুলো জমির ওপর লুটিয়ে পড়েছে
তবুও নির্দ্বিধায় গন্ধ ছড়িয়েছে।আমিতো ওদের দলে,ধূলোয় রেখেছি বেনি ,মনে মনে একথা জানি ,দিয়েছি যা কিছু, তা দিয়ে গল্পেরা স্মৃতিমান।আমি ঐ নদীর মতোই ,এ জীবন যেন বহমান।

বিশ্বের ঘরে ,সবাই সবার তরে ,ভালোবাসা আছে বলেই তো,
এখনো চন্দ্র গ্রহণের পরে আলো দ্বারে ,তারপরে ঘরবাড়ি ,এলোচুল
ধূলোবালি সবনিয়েই তো বসন্তের কাছাকাছি ,মৃদু মন্দ বাতাস ।
তবুও বেঁচে আছি,সেই এক ভালোবাসার আকাশ।
ভালোবাসা বেঁচে-বর্তে থাকবে রেখেছি বিশ্বাস ।

Spread the love

You may also like...

error: Content is protected !!