কবিতায় বলরুমে ঝুমা মল্লিক

এক অন্য পৃথিবী

 

এক অন্য পৃথিবী ,

জেগে থাকি,জেগে জেগে স্বপ্ন দেখি।

দেশ যখন অন্ধকারে ,তখন আলো কে আনতে পারে ?

দুঃখের পৃথিবীটা ডুবে যাবে,ওরা অন্ধকার কারাগারে ।

ভয় করে,ভীষণ ভয় করে।

 

এক আলোর পৃথিবী ,

আমি অন্ধকারে প্রদীপ রেখেছি সীমানায়

আমি আকাশের ভাগাভাগি দেখিনি

নদীর জলের ধর্ম খুঁজিনি।

আমি ,মুখোশের আড়ালে ঐ যে পশু ,তবুও কিছু বুঝিনি।

 

আমি ও তাদের দলে

যারা শুধু নতুন পৃথিবীর স্বপ্ন দেখে,মনের ঘরে প্রদীপ জ্বালে

স্বপ্ন আমি দেখেছি,সারথি হয়েছি

তোমরা মানুষ হয়ে মানুষ মারো

ধর্ম নিয়ে বাজনা বাজাও,রক্তের হরিখেলা।

সব দেখেছে বিধাতা ।

জানি,একদিন মহামারী হবে,যুদ্ধ হবে ,ধ্বংস হবে ।

জীবিত জীব যারা, সবাই জানে ,বোঝে।

জেনে, বুঝে শিকার করে ,খুন করে ,মানুষ মারে,মরে ।

হিংসা দিনে দিনে বাড়ে ,

 

আজো ,আমি স্বপ্ন দেখি।

এক সবুজ পৃথিবী ।

হলুদ ধানে মাঠ ভরা এক পৃথিবী।

মানুষের পৃথিবী।

 

পাখিদের ঘর হবে।

ফুলেদের দেশ হবে।

আর মেয়েদের রাজধানী।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।