অনেক কিছু বলতে পারি, শব্দ কিছুই আসেনা,
শব্দ খুঁজতে গিয়ে তোমাকেই পাই চেতনায়।
ছন্দ ভাঙ্গা শেকল আমি, সেদিনও বন্যাকে বলেছি,
শেষ আজ অবধি দেখলাম কই? কবিতাই বা কোথায় লিখেছি!
যেখান থেকে শুরু করতে যাই, সেখানেই তোমার শেষ,
তোমাকে আমি ভালবাসিনা, তোমার ভাবনায় আমার বিদ্বেষ।
একলা শ্মশানে বসে বাবার অস্থি নিয়ে অস্থির ছিলাম,
যাবার বেলায় আবার সেই তোমার শব্দেই মুখ মুছলাম।
একরত্তি বয়েস থেকে কাবুলিওয়ালা হয়েছি,
আমার মিনির খাতার পাতায় সেই তোমাকেই পেয়েছি।
এভাবে একটা ভাষাকে নিজের মধ্যে আটকে রাখা ,
তুমিই আমার বন্ধু, আমার শত্রু আমার সখা।