কবিতায় জয়দীপ লাহিড়ী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আরেক বছর প্রদক্ষিণ
পৃথিবীটা আবার এক বছর সম্পূর্ণ করলো,
নিজের সময়ের কাজ সময়ে শেষ করতে জানে বটে!
সূর্য অদ্ভুতভাবে নিজের তেজ নিয়েও অহংকার ছাড়া নিশ্চল,
আমরাই শুধু বাজি ফাটিয়ে জড়িয়ে চুমু খেয়ে তরলে ভেসে যাই!
পৃথিবীটা আবার এক বছর সম্পূর্ণ করলো,
আমার নিজের নেয়া অনেক মানসিক সিদ্ধান্ত আজও মনে থেকে গেলো!
নতুন বছর কি নতুন দিন কি নতুন ভোর অনেকটা নলেন গুড়ের মতন
নবান্নের স্বাদের মতই মিষ্টি , কিন্তু সাদা ভাতের মতো ধারাবাহিক নয়!
পৃথিবীটা আবার এক বছর সম্পূর্ণ করলো,
আজ আর কোন সিদ্ধান্ত নিতে পারিনা, খালি একটু থমকে দাঁড়াই!
বাড়ির সামনে জঙ্গলটাকে ভেংচি কেটে বলি,
একদিন তোদের মতোই আমি সাফ হয়ে যাবো, আসবে বহুতল উচ্চাশা।