ক্যাফে কাব্য -তে ঝিরি ঝিরি ঝোড়া

ডিপ্রেশান
ক্রোধের দেশে অন্ধ কানাই
জ্বালায় সিগারেট
রামের বোতল ফুরোয় যে আর
সাথে কাটলেট।
সন্দেশ মাখা ঠোঁটের কোণে
আগুন মার্কা সুর
পুড়ছে কলম জ্বলছে হৃদয়
কান্নায় ভরপুর।
কলমের জোড়ে কষ্ট মুছে
কমছে ফ্রাস্ট্রেশন –
ইমোশনকে গুলি মেরে
তাড়াই ডিপ্রেশান।।
চুরুট, তুমি জ্বলো না!
কপাটবন্দি রাত্রি তখন
নেভে বিজলীর আলো
নাগরিকরা জাগছে ভোরে–
কেউ সাদা কেউ কালো।
চুরুট যেন সূর্য্য তুমি
জাগাও না এই বোধ–
শহরতলীর মাথায় নিয়ে
ঘুষ, ঘৃণাবোধ, ক্রোধ!
আগামীর দেখা আকাশ প্রাণে
সময় স্রোতের দান–
জাগে না তবু মানসিকতা
দ্বেষ, বিদ্বেষ, ঘ্রাণ!!!