|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় জলি ঘোষ

বেদনার বাইশে শ্রাবণ
বিশ্বের কবি রবীন্দ্রনাথ
দূরে থেকে আছো যে সাথ
থাকবে চিরতরে,
বাইশে শ্রাবণ প্রতিক্ষণে
আছো হৃদয় সিংহাসনে
ভুলি কেমন করে?
তুমি হলে বিশ্বের গুরু
তোমায় নিয়ে কাব্য শুরু
সবই তোমার জন্য,
দিয়ে গেছো মোদের দীক্ষা
তোমার কাছে অপার শিক্ষা
তোমায় পেয়ে ধন্য।
গীতাঞ্জলি লিখলে তুমি
বিশ্বজয়ী হলো ভূমি
জগৎ সেরা কবি,
চলে গিয়েও অনেক দূরে
বিশ্ববাসীর হৃদয় জুড়ে
তুমি গর্বের রবি।
পঁচিশ বৈশাখ প্রবেশিলে
বাইশ শ্রাবণ বিদায় নিলে
রেখে তোমার সৃষ্টি,
শ্রাবণের এই বাদল দিনে
পিতৃহারা তুমি বিনে
ব্যথার অশ্রু বৃষ্টি।