ক্যাফে কাব্যে জলি ঘোষ

আসল তো নয়
নীল আকাশে সাদা পালক
ভাসছে দেখো আজ,
পালক তো নয় মেঘবালিকার
নয়নাভিরাম সাজ।
আউশ ক্ষেতে সোনার আভা
এক অপলক দৃষ্টি,
সোনা তো নয় বারিধারা
করেছে এমন সৃষ্টি।
আঙ্গন মুখর নৃত্য-গীতে
ঝনক ঝনক নূপুর,
নৃত্য-গীত তো নয়কো মোটেও
বৃষ্টি টাপুর টুপুর।
মুক্ত ঝরে পদ্ম পাতায়
জ্যোতিতে উজ্জ্বল,
মুক্তো তো নয় টলমলে জল
রোদেতে ঝলমল।
সাতটি রঙের বিশাল ধনুক
ওই আকাশ ক্যানভাসে,
ধনুক তো নয় রামধনু তায়
দেখে শিশু হাসে।