কবিতায় জয়শ্রী গাঙ্গুলি

জাগরণ
উপক্রমনিকা জুড়ে বিস্তীর্ণ চর হেসে ওঠে
ফিরে দেখি এসব ঝাপসা বনে ছায়া পড়ে আছে
তীব্র আকাঙ্ক্ষারা শুধু আলো হয়ে ঝরে যায়
যদি বলি জুঁই ফুল
কামিনী বন্যায় সেসব দিনও ছিল
আধেক ছায়ার মত হরিণেরা
দাঁড়ায় এখানে
কালমেঘ তবু যেন ডেকে যায়
প্রান্তদেশ থেকে।
বন্দর ভেসে যাওয়া অগাধ প্লাবন–
জনমুখী স্রোত রেখা
ক্লান্ত ডিভাইডার আর
ভোরের কদম ফুল
লাল হয়ে নেমে আসে
সমস্ত বিকেলে।
তবুও চতুর্দশীর চাঁদ
ঢলে এলে
মুখোমুখি স্মৃতি,
ইবোদের সাথে জাগে
আলো আঁধারের আল পথ
ছুটে চলে রিক্ততায়
তীব্র স্তব্ধতা ঢাকে সুপ্রাচীন ব্যথা
আদিম পৃথিবী জুড়ে
শুরু হয় ইতিহাস।