কবিতায় পদ্মা-যমুনা তে ঝুটন দত্ত

মেঘলা আকাশের বৃষ্টি ঝরে পড়ে অবিরত,
আমাদের ফসল পুড়ে এসব অতিবৃষ্টিতে।
খোলা জানালার সাতটি রং মুছে গেছে,
স্থানচ্যুত পাখিরা ঝড়ের কবলে হারিয়েছে উড়ার সাধ।
আমার জানালায় কোন রোদ নেই,
নেই পাখা মেলবার অধিকার
সুদীর্ঘকাল বরফ শীতলতায় স্থবির হয়ে আছি।
দহন
কিছু কান্নায় ভিজে না চোখ,
নৈঃশব্দ্যে সুরের ঢেউ তুলে- ভিতরে ভিতরে পোড়ে মন;
গোপনের অসুখ রাতে ঝরে নীলচে-কালো বেদনায়।