কাব্যানুশীলনে জয়ন্ত দত্ত

হাসপাতাল করিডোরে
চোখের তারায় দীপ্ত আভা ভরা শান্ত বাস্তুভিটা
অতীতে যাব বলে খুলে নিই নিজেকে
একটু গোছালো সাধারণ নীরবতায়
নেমে আছে আলকাতরার মত কেশ
শ্যাম্পুরা কেমন অস্থির চোখে
নামিয়ে এনেছে সোনালী চাঁদ।
আমার ভেতর একাদশীর ছায়া দীর্ঘ হয়
আসলে কি ছায়ারা বৃদ্ধ হয়!
শব্দের চেয়ে নৈঃশব্দের তীব্রতা
আমাকে এনে দেয় হাসপাতাল করিডোরে
চারিদিকে মেডিসিন কর্নার
ক্লিন প্যাসেজ ও সাদা এপ্রোন
পাটিসাপ্টার মতো কেউ শুয়ে আছে
আর তার হলুদ পা কেমন ঠান্ডা
হিম হিম শিহরণ,শান্ত ফোয়ারা
নেমে আসছে কোথাও…