কবি, অনুগল্পাকার, প্রচ্ছদশিল্পী হিসেবে শিল্পাঞ্চলে খ্যাত। দেশ, নন্দন, তথ্য কেন্দ্র ইত্যাদি ছাড়াও অনেক ছোট পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়।
লাল টিপ
হঠাৎই থেমেছিল ট্রেন।
বাধ্যত আমিও।দৃষ্টি ওপচানো মাঠের মাঝে একটি রক্তিম পলাশগাছ।
লাল রাস্তার ভিত ফুঁড়ে তুমি চলছিলে চলার মনে।কি জানি কি কারণ!ভিড়ে ঠাসা ট্রেন থেকে আমিও নামলাম একা-অকারণ।
আসছিলে শান্ত বাতাস সাথে নিয়ে
কানে হালকা বেগুনি নাম -না-জানা-ফুল।মেঠো তাই মিঠে।আরও মিঠে হাসি ঠোঁট জুড়ে।
আরও দূরে বড় রাস্তা।সেই পথে হাসিমুখে চলা।কাঁধে কাজের ব্যাগ।অন্য রাস্তায় এঁকে বেঁকে ট্রেনের যাত্রা পথ।কূ-ঝিকঝিক কানে যেতেই সম্বিত ফিরে দেখি লাল সিগনাল কখন সবুজ।আমি থেমেছিলুম একা!
তোমার কপালে কি লালটিপ ছিল??