হৈচৈ কবিতায় জয়দেব দাস

বেড়াল মাসি
রাতবেরাতে ভোরবেলাতে
দশটা পাড়া ঘুরে,
বেড়াল মাসি দুধ খেয়ে যায়
বনগাঁ লোকাল ধরে।
বেল বাজে না দোর খোলে না
খিড়কি দিয়ে আসে,
মাছ-মাংস চপ কাটলেট
খায় সে বসে বসে।
সেদিন ভুকু ভুকতেছিল
রান্না ঘরের দরজাতে,
বেড়াল মাসি খাচ্ছিল দুধ
নাজানি কোন আহ্লাদে।
রাত বেরাতে রান্না ঘরে
ডাক দিল যেই ম্যাঁও করে,
দৌড়ে গিয়ে লেজটা ধরা
পালিয়ে গেল ট্রেন ধরে।
বেড়াল মাসির ফুরতি দেখে
লাগল চোখে ধাঁধা,
বনগাঁ লোকাল কটায় আসে
বলতে পারেন দাদা।