• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় জয়ন্ত দত্ত

রাজার চিঠি

ছেলেবেলায় প্রায়শই ভাবতাম ডাকহরকরা হব/
জীবন্মৃত হতভাগ্য অমলের কাছে রাজার চিঠি /
ঠিক পৌঁছে দেবো।প্রতিদিন পথ চলতে চলতে /
ডাকঘর খুঁজে বেড়াই এখন/
দশ বছরের যে ছেলেটি ভোর পাঁচটায় বাড়ি /
থেকে বেরিয়ে পাড়ার মোড়ে দোকানের ঝাঁপ /
খোলে,উনুনে আগুন দেয় –তার আশেপাশে/
কি কোন ডাকঘর আছে! জানি না!/
হন্যে হয়ে খুঁজে বেড়াই চারিপাশে/
ন-বছরের যে মেয়েটি ঘরে ঘরে বাসন মাজে,/কাপড় কাচে,ঘর ঝাঁট দেয় –/
তার কাছেও তো কোন চিঠি আসে না…/
পাড়ার বারো বছরের ছেলেটি চৈত্রের গনগনে /
রোদে গাড়ি সারাই করে, হাতুড়ি মেরে টায়ার খোলে,/
তার কাছেও রাজা আসবে বলে/ কোন অলীক আশা নেই/
সারাদিন সারাবছর ধরে অজস্র চিঠি লিখি/
অথচ সে চিঠি পৌঁছয় না এদের কারও কাছে! /
আমার কাছাকাছি থাকা কোনো অমলের/
জীবনে ডাকহরকরা হতে পারিনি!/
পঁচিশে বৈশাখ আসে যায় প্রতিবছর/
আমার রবি তর্পণ সার্থক হয়ে ওঠে না!/
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।